Fatwa #1

Submitted: 2026-01-01 02:43:47 | Status: approved | Public: Yes

Madrasa
KAWRAI HAZIRHAT MAZAHIR ULUM ASHRAFIA MADRASAH
Category
Aqidah
Asked By
Anonymous
Question (bangla)
নতুন বছরের শুভেচ্ছা জানানো কি জায়েজ ?
Answer
ইংরেজি নতুন বছর (১ জানুয়ারি) উপলক্ষে ধর্মীয় অর্থে শুভেচ্ছা দেওয়া জায়েজ নয়,\r\n তবে সাধারণ দুনিয়াবি শুভকামনা (যেখানে কোনো ধর্মীয় আকীদা বা উৎসব মানার নিয়ত নেই) — এ বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে।\r\n\r\nঅমুসলিম ধর্মীয় উৎসবে অংশগ্রহণের মূলনীতি\r\nআল্লাহ তাআলা বলেন—\r\nوَالَّذِينَ لَا يَشْهَدُونَ الزُّورَ\r\n“আর রহমানের বান্দারা মিথ্যা ও অসত্যের (অনর্থক উৎসবের) সাক্ষী হয় না।”\r\n (সূরা ফুরকান: ৭২)\r\nতাফসিরে ইবনে কাসির\r\nইমাম ইবনে কাসির (রহ.) বলেন—\r\n“এখানে ‘যূর’ দ্বারা মুশরিকদের উৎসব ও তাদের ধর্মীয় অনুষ্ঠান বোঝানো হয়েছে।”\r\n তাফসির ইবনে কাসির\r\n অর্থাৎ মুসলমানরা অন্য ধর্মের উৎসবকে সমর্থন বা উদযাপন করে না।\r\n হাদিস: অন্যদের অনুকরণ প্রসঙ্গে\r\nরাসূল ﷺ বলেন—\r\nمَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ\r\n“যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ করে, সে তাদের অন্তর্ভুক্ত।”\r\n (সুনানে আবু দাউদ, হাদিস: ৪০৩১)\r\nব্যাখ্যা\r\nইমাম ইবনে তাইমিয়া (রহ.) বলেন—\r\n“অমুসলিমদের বিশেষ ধর্মীয় রীতিনীতি ও উৎসবে অংশগ্রহণ করা বা তা সমর্থন করা নিষিদ্ধ।”\r\n اقتضاء الصراط المستقيم\r\n নতুন বছর শুভেচ্ছা দেওয়া সম্পর্কে আলেমদের বক্তব্য\r\n যারা নাজায়েজ বলেছেন\r\nশায়খ ইবনে উসাইমিন (রহ.) বলেন—\r\n“খ্রিস্টান বা অন্যান্য জাতির ধর্মীয় নববর্ষে শুভেচ্ছা জানানো হারাম।”\r\n Majmu‘ Fatawa Ibn ‘Uthaymeen\r\nকারণ:\r\nএটি অমুসলিম ধর্মীয় ক্যালেন্ডারের সাথে সম্পর্কিত\r\nতাদের উৎসবকে স্বীকৃতি দেওয়া হয়\r\nকিছু আলেমের শর্তযুক্ত মত\r\nকিছু আলেম বলেন—\r\nযদি কোনো ধর্মীয় বিশ্বাস না থাকে\r\nশুধু সামাজিক সৌজন্য হিসেবে বলা হয় তবে গুনাহ হবে না — কিন্তু তা পরিহার করাই উত্তম (আওলা)\r\n ইসলামি বিকল্প কী?\r\nইসলাম আমাদের শিখিয়েছে—\r\n দোয়ার মাধ্যমে শুভকামনা\r\nআপনি বলতে পারেন—\r\nبارك الله فيك\r\nআল্লাহ আপনার জন্য কল্যাণ রাখুন\r\nআল্লাহ আমাদের সবাইকে হেদায়াত ও বরকত দান করুন\r\n হিজরি নববর্ষ\r\nহিজরি নববর্ষ এলে দোয়া করা জায়েজ— কারণ এটি ইসলামি ক্যালেন্ডার, কোনো বিদআত বা কুফরি আকীদা নেই।
Answered By / At
Default 2026-01-01 02:51:06

Back to Ask / List